সোশ্যাল বার্তা : কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বানভাসি পটাশপুর। প্লাবিত পটাশপুর ১ এবং ২ ব্লকের গ্রামের পর গ্রাম। কোথায় ভেঙে গিয়েছে ঘর । আবার কোথাও রাস্তায় নেমেছে ধ্বস। ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘে চাষের জমি। প্রান বাঁচাতে উঁচু রাস্তার ওপর অস্থায়ী তাঁবু বানিয়ে দিন কাটাছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। তাদের একটাই দাবি ঐ পরিস্থিতিতে প্রশাসন তাদের কাছে এসে দাঁড়াক। তাদের জন্য ত্রানের ব্যবস্থা করা হোক।
তাদের ঐ দাবিতে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়িয়েছে পটাশপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা । শনিবার পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রামের পঞ্চায়েতের বন্যা কবলিত প্রায় ৩০০০ মানুষের কাছে খিচুড়ি পৌঁছে দেয় প্রতাপদিঘী লায়ন্স ক্লাব। অন্যদিকে এদিন পটাশপুর ২ ব্লকের আই এন টি টি ইউ সি এর পক্ষ্য থেকে ২০০০ মানুষের কাছে খিচুড়ি পৌঁছে দেওয়া হয়। ঐ খিচুড়ি নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোটে করে তাদের বানানো অস্থায়ী তাঁবু তে পৌঁছে যাচ্ছে।