হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা ভবানীপুর ব্রিজ মোড়ের ওপর নবনির্মিত উড়ালপুলের পাশে সার্ভিস রোড তৈরির দাবি তুলে অবস্থান বিক্ষোভ

News

দেবু সিংহ,মালদাঃ- হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা ভবানীপুর ব্রিজ মোড়ের ওপর নবনির্মিত উড়ালপুলের পাশে সার্ভিস রোড তৈরির দাবি তুলে রবিবার ভবানীপুর ব্রিজ মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন জীবনজীবিকা রক্ষা কমিটি।এতে সামিল হন স্থানীয় ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি উড়ালপুলের উভয় পার্শ্বে সার্ভিস রোড করতে হবে,জায়গায় জায়গায় ভিউপি নির্মাণ, চৌরাস্তার মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু এবং আনুষঙ্গিক সৌন্দর্যায়ন।

জানা যায় দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে নির্মাণকাজ চলছে ৮১ নম্বর বাংলা- বিহার সংযোগকারী জাতীয় সড়কের।এই প্রকল্পে ভবানীপুর ব্রিজ মোড়ে একটি দীর্ঘতম ফ্লাইওভার নির্মিত হচ্ছে।এই ব্রিজ মোড় থেকে কুশিদা,চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও ভালুকায় যাওয়ার সুবিধা রয়েছে।
এই ফ্লাইওভার নির্মাণ হলে জাতীয় সড়ক ধরে সোজা চলে যাওয়া যাবে চাঁচলের দিকে।
এই উড়ালপুল নিয়েই ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের। তাঁদের দাবি, ফ্লাইওভারের একদিকের বর্তমান সড়কটি সার্ভিস রোড হিসেবে ব্যবহৃত হলেও অপরদিকে কোনও সার্ভিস রোড নির্মাণ হচ্ছে না। ওই প্রান্তে রয়েছে বীরেন্দ্রকুমার মৈত্র উপবাজার চত্বরের দোকান ঘরগুলি। এদিকে সার্ভিস রোড নির্মাণ না হওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হবেন।

এদিন ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন,জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন,তৃণমূল নেতা বুলবুল খান,যুব সভাপতি জিয়াউর রহমান, ছাত্র তৃণমূল নেতা বিমান ঝাঁ, বিজেপি নেতা রূপেশ আগরওয়াল,
সিপিআইএম ও কংগ্রেস নেতা সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন জীবন-জীবিকা রক্ষা কমিটির সদস্যরা এবং এলাকাবাসী।

জীবন-জীবিকার রক্ষা কমিটির সভাপতি মকরম আলী বলেন,” ৮১ নম্বর জাতীয় সড়কের নির্মাণ কাজের পাশাপাশি ভবানীপুর ব্রিজ মোড়ে চৌরাস্তার উপর উড়ালপুল হচ্ছে।কিন্তু উভয় পার্শ্বে সার্ভিস রোড হচ্ছে না। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাট বীরেন্দ্র কুমার মৈত্র বাজার।নির্মাণের ফলে সব গেট বন্ধ হয়ে যাবে। সমস্যায় পড়বে প্রচুর ব্যবসায়ী। এইসব দাবি এর আগে আমরা এসডিও,ডিএম, দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের জানিয়েছিলাম। সমাধান না হওয়াই আজকে এই প্রতিবাদ।”

৮১ নং জাতীয় সড়ক নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সার্ভিস রোডের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply