অতনু ঘোষ পূর্ব বর্ধমান: গতকাল ছিল মহাপঞ্চমী।বাকি আর মাত্র কয়েকটা মুহূর্ত। ইতিমধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। সপরিবারে মর্ত্যে আসছেন উমা। যথারীতি পুরোদমে চলছে কেনাকাটা। এমনাবস্থায় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পরিবারের শতাধিক মহিলা ও শিশুর হাতে নতুন পোশাক তুলে দিল স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো৷ ধনী-দরিদ্রে ভেদাভেদ করেন না মা দূর্গা। তবু দেখা যায়, একটা শ্রেণীর মানুষ এখনও জাঁকজমক থেকে বঞ্চিত। সাধ থাকলেও নতুন জামাকাপড় পরার সাধ্য নেই তাঁদের। নতুন বস্ত্র সবার অধিকার এই প্রজেক্টকে সামনে রেখে সেই সমস্ত মানুষদেরই পাশে এসে দাঁড়াল স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত বছরের মতোই এবছরও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ৮০ (আশি) জনের বেশি মহিলা-শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিল তারা।
স্বপ্ন ভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের সংকল্প যে কোনও পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানো, সাধ্যমতো তাদের জন্য কিছু করার। আজকের এই প্রজেক্ট সেই প্রচেষ্টারই একটি লক্ষ্য। সকলের আশীর্বাদ ও সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এইভাবেই আমাদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবো এই আশা রাখি এবং দুর্গোৎসবে যদি আমরা একটা নতুন কাপড় পরতে পারি তাহলে অন্যের জন্য একটা ব্যবস্থা করা আমাদের সামাজিক দায়িত্ব।’