শারদোৎসব উপলক্ষে কৃষ্ণনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নতুন পোশাক বিতরণ

News

সোশ্যাল বার্তা : বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। শারদ উৎসবকে কেন্দ্র করে বাঙালিরা মেতে ওঠেন আনন্দে। আজ মহাপঞ্চমী। আর এই পঞ্চমীর দিনেই অভিনব উদ্যোগ গ্রহণ করল কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । প্রতি বছরের মতো এই বছরেও “কৃষ্ণনগর নতুন সকাল জনকল্যান সমিতি” ১ থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের জন্য ১৫০টি ও ১০০ জন মহিলা এবং ৩৫ জন পুরুষের নতুন পোশাকের পসরা নিয়ে হাজির হয়েছিল কৃষ্ণনগর ১ নং ব্লকের ভাতজাংড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাতজাংলা সংলগ্ন বসাক পাড়ায়।এই এলাকার অধিকাংশ মানুষই প্রায় দিন আনা দিন খাওয়া । তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ।

সংগঠনের সদস্যরা জানান এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা এবং নতুন সকাল এর সকল সদস্য/সদস্যা দের স্বতঃস্ফূর্ত যোগদানে পুজোর পোশাক বিতরণ এর কর্মসূচি এর অনুষ্ঠান সাফল্যের সাথে সমাপ্ত হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দু্র্গাপুজো সবার ভালো কাটুক এটাই কামনা করেন।

Leave a Reply