মলয় দে নদীয়া:- দীন দরিদ্র সকলের হোক আসন্ন শারদ উৎসব! আসন্ন শারদীয়া উপলক্ষে নদীয়া শান্তিপুরের বহু প্রাচীন প্রাচীন জাগ্রত আগমেশ্বরী মাতা পুজো কমিটির উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে প্রান্তিক মানুষদের কাছে নতুন বস্ত্র তুলে দেবার উদ্দেশ্যে মন্দির প্রাঙ্গণে এক মানব কল্যাণ কর্মসূচি পালিত হলো আজ। কমিটির পক্ষ থেকে জানানো হয়, নিজেরা হাতে করে নয়! সারাবছর নিরলসভাবে প্রান্তিক মানুষদের সহযোগিতা করা সেই সব সামাজিক সংগঠনের কর্মকর্তাদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি ধুতি শিশুদের পোশাক এবং অন্যান্য নতুন বস্ত্র।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাধারমন সেবা সমিতির সম্পাদক প্রদ্যুৎ গোস্বামী ,ঈশ্বরী মায়ের পুজো কমিটির সভাপতি অলোক গোস্বামী, সম্পাদক কাশীনাথ গোস্বামী, শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ সহকারি প্রশাসক শুভজিৎ দে সহ শান্তিপুরের বিশিষ্ট নাগরিকবৃন্দ। আগত সামাজিক সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরেই আমরা তাদের দেওয়া দায়িত্ব পালন করে থাকি, ইটভাটা, ভাঙ্গন কবলিত এলাকা, আদিবাসী এবং সংখ্যালঘু এলাকার শিশু বয়সজ্যেষ্ঠ এবং মহিলাদের হাতে তুলে দিই। বিরাট আকার কালী মায়ের, মৃৎশিল্পী, কেশবিন্যাস, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ দের জন্য ভোগরন্ধন, পূজাপাঠ, ঢাক,বিসর্জন এবং পুজোর নানা বিষয়ে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করা বেশ কিছু মানুষকে সংবর্ধিত করা হয়। পৌরসভার পক্ষ থেকে টয়লেট এবং মন্দিরে প্রবেশ করা রাস্তা নির্মাণের প্রস্তাব গ্রহণ করে, তা বাস্তবায়িত করার কথা দেন। মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে দিবারাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়।