মলয় দে, নদীয়া:- দীর্ঘ ১৫ দিন যাবত কাদায় আটকে পড়া বৃদ্ধ অসুস্থ ষাঁড় উদ্ধার হলো দমকল বিভাগের উদ্যোগে, রাজ্য প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের প্রচেষ্টায় শুরু হলো চিকিৎসা। নদীয়ার প্রধান জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ চলছিলো, ঘন বরষায় তা কিছু দিনের জন্য স্থগিত রয়েছে, বর্ধিত অংশের নতুন ফেলা মাটি বর্ষার জলে ভয়ানক কাদায় পরিণত হয়েছে, আর তাতেই এক বয়স্ক ষাড় গত ১৫ দিন ধরে আটকে পড়েছে, আশেপাশের এলাকাবাসি নিয়মিত খাবার দিলেও উদ্ধারের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে অবহিত করা সত্বেও সুরাহা হয়নি কোনো। অবশেষে সাংবাদিকদের দৃষ্টিগোচর হওয়াতে শান্তিপুর অগ্নিনির্বাপণ কেন্দ্র এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ফুলিয়া শাখার পশু চিকিৎসকের উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়।
এলাকাবাসীরা জানান, এর আগেও একবার কাদায় আটকে পড়ে এই ষাড়টি। এবারেও ১৫ দিন ধরে নিয়মিত খাবার, যোগান দেওয়া হয়েছিলো। আজ কাদা থেকে সরিয়ে একটি নিরাপদ দূরত্বে রাখা হয় দমকল বিভাগের সহযোগিতায়। চিকিৎসকের পরামর্শমতো এরপরেও তার দেওয়া ওষুধপত্র নিয়মিত চালিয়ে যাব আমরা।
চিকিৎসক জানান, সাধারণত ষাড় কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচে, এক্ষেত্রে কুড়ি বছর পার হয়ে গেছে বলেই মনে হচ্ছে, বয়স জনিত কারনে দীর্ঘদিন কাদায় পড়ে থাকার জন্য পায়ে জোর পাচ্ছে না, ঔষধ ইনজেকশন দিয়েছি, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।
দমকল দলের প্রতিনিধিরা জানান, স্থানীয় প্রশাসনকে, জানিয়ে ওয়াইল্ড এনিমেল দের নিয়ে কাজ করা সংস্থার দৃষ্টি আকর্ষণ করা দরকার।