সাইকেলে করে নদীয়া থেকে বিহার যাত্রায় যুবক ! লক্ষ্য থ্যালাসেমিয়ামুক্ত ভারত গড়া

News

সোশ্যাল বার্তা: সাধারণ মানুষের মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা তৈরি করতে নদীয়ার বেতাই থেকে বিহারের উদ্দেশ্যে সাইকেলযাত্রা শুরু করলেন সুজন অধিকারী নামে এক যুবক। তবে এর আগেও বেতাই থেকে রক্তদানের আবেদন নিয়ে ২০১৮ তে নর্থবেঙ্গল, ২০১৯ সালে ওড়িশা সাইকেলে ভ্রমণ করেছেন।

সুজন অধিকারী জানান “সোস্যাল মিডিয়ায় বা খবরের কাগজে মাঝে মধ্যে রক্তের অভাবে বা থ্যালাসেমিয়া নামক মারণরোগের কারনে রোগীর মৃত্যুর ঘটনা চোখে পড়ে। তবে এক্ষেত্রে মৃত্যুর মধ্যে বেশীরভাগ রোগী থ্যালাসেমিয়া আক্রান্ত। কিছুদিন আগে কৃষ্ণনগরে মাত্র ৩৩ বছরের যুবকের থ্যালাসেমিয়ার ফলে মৃত্যু দেখে ভীষন খারাপ লাগে। সেটা থেকেই মনে হলো এখন যদি আমরা সচেতন না হয় তাহলে আগামী প্রজন্ম ভয়াবহ আকার ধারণ করবে। তাই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বেতাই ড: বি. আর. আম্বেদকর কলেজের সামনে থেকে বিহার পর্যন্ত সাইকেল যাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করলাম”।


ড: বি আর আম্বেদকর কলেজের সামনে থেকে সাইকেল যাত্রার সূচনা করেন সুজনের মা সীমা অধিকারী । উপস্থিত ছিলেন সুজনের দাদা ভূবেন্দ্রনাথ অধিকারী, শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস সহ বন্ধু-বান্ধব , কলেজের ছাত্র ছাত্রীরা।

নিজের কিছু জমানো অর্থ ও কিছু সহৃদয় ব্যক্তির সহযোগিতায় তিনি এগিয়ে চলেছেন বিহারের দিকে। প্রথম দিন রাত্রি যাপন করেন বহরমপুর ও দ্বিতীয় দিন রাত্রি যাপন করেন রামপুরহাট । পথিমধ্যে রক্তবন্ধু’ পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা।

Leave a Reply