মলয় দে নদীয়া:- আজ সন্ধ্যায় নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুরের বাসিন্দা সমীর বিশ্বাসের মোবাইল ফোনে একটি কল আসে ফোন পে তে ৪৫০০ টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য। ফোনের অপর প্রান্তে থাকা অপরিচিত ব্যক্তির কথা অনুযায়ী ফোনপে র বেশ কয়েকটি ধাপ অপারেট করেন সমীর বাবু। প্রথমবারে ৪৫০০ টাকা এবং দ্বিতীয়বারে ৪৭০০ টাকা খোয়া গেছে বলে তিনি জানতে পারেন কিছুক্ষণ বাদে । অপর একটি কিপ্যাড মোবাইলে তার ব্যাংকিং পরিষেবার সমস্ত মেসেজ আসে তাই এন্ড্রয়েড মোবাইলে ধরা পড়েনি বলেই তিনি জানান। এরপর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি, বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।