মলয় দে, নদীয়া:-ছাত্র-ছাত্রী জীবনের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং তার সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ মুহূর্ত। এরকম পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মানসিকতা বুঝে তাদের পাশে বন্ধুর মত থেকে তাদের সাহস যোগানো অনুপ্রেরণা প্রদান এবং বিভিন্ন অভিজ্ঞতা টিপস দেওয়ার উদ্দেশ্যেই বিগত বছরের ন্যায় এই অনুষ্ঠানের আয়োজন করেন শান্তিপুর পাবলিক লাইব্রেরী পরিচালন সমিতি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শান্তিপুর পৌরসভার পৌরপিতা অজয় দে।
সুদূর কলকাতা থেকে আগত মনোবিদ ডক্টর অন্বেষা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন অভিজ্ঞতা, পরামর্শ, প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের সুলুক সন্ধান দেন। লাইব্রেরি পরিচালন সমিতির সম্পাদক স্বপন মধ্যকার প্রবীর দে,সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা গন এবং বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ র উপস্থিতিতে এই অনুষ্ঠান সফলতায় পরিপূর্ণ হয়েছিল।
বিভিন্ন বিদ্যালয় থেকে আগত চার শতাধিকছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকগণ এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজন মানসিক দৃঢ়তা লাভ করে বলে জানায়।