মানবতার মেলবন্ধন : সংবর্ধিত হলেন স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর বিবেকানন্দ বিশ্বাস

Social

সোশ্যাল বার্তা : সদ্য অশোকনগর কল্যানগড় পৌরসভার অন্তর্গত বিদ্যাসাগর বানী ভবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য ড. মনোজ ঘোষ শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হয়েছেন।আর তার হাত দিয়ে সম্মান পেলেন মানুষের কাছে যিনি ভগবান,সেই হাবড়া স্টেট  জেনারেল হাসপাতালের সুপার ডক্টর বিবেকানন্দ বিশ্বাস।

বিদ্যালয়ে ঢুকতেই হাবড়া হাসপাতালের সুপারকে বিদ্যালয়ের স্টুডেন্টরা তাকে শঙ্ঘ ধ্বনি এবং পুস্প ছড়িয়ে দিয়ে তাকে বরন করেন।তারপর একে তাকে বিভিন্ন বিষয় তুলে দেওয়া হয়।বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে বিদ্যালয়ের পক্ষ থেকে হাবড়া সুপার চিকিৎসককে উওরীয়,পুস্প স্তাবক,কলম,সংবর্ধনা পত্র,এমনকী পরিবেশ বান্ধব বৃক্ষ তুলে দেওয়া হয়।

Leave a Reply