দেবু সিংহ,মালদা: তামাক বিরোধী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে সংবেদনশীল ও স্থিতিবোধের ওপর কর্মশালা হয়ে গেল। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় জেলা বিজ্ঞান ভবনে ৫০ জন পড়ুয়াকে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালা পরিচালনা করেন ডেপুটি সিএমওএইচ-২ ডা: অমিতাভ মন্ডল, বিশিষ্ঠ সমাজকর্মী রুম্পা দে এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট(এনসিডি-১) আসিক মহম্মদ তাহে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি কে পি সিং, সম্পাদক সুনীল দাস এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর পক্ষ অনিল সাহা প্রমুখ। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের শংসাপত্র দেওয়া হয়।