মলয় দে নদীয়া:- গত ১২ থেকে ২৬ শে সেপ্টেম্বর ২০১৯ নদীয়া জেলার ১৮ টি ব্লক এই সমন্বয় অনুষ্ঠান শেষ হয়।
কিছুদিন বিরতির পর আবারো শুরু হয় জেলার এগারটি পৌরসভা এলাকায়। বিভিন্ন আইনি জটিলতা, ভিড় এড়াতে, বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী অথবা জেলা বা রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া ব্যস্ত জনসাধারণের জন্য জেলা তার নিজের শহরে একদিনেই সমস্যা সমাধানের সুবর্ণ সুযোগ।
পেনশন,কৃষি ,জমি ,শিক্ষা ,বৃত্তি, রূপশ্রী, স্বনির্ভর গোষ্ঠী, অসংগঠিত শ্রমিক কার্ড, সহ একাধিক সরকারি প্রকল্প সাধারণের মধ্যে সরলীকরণ করে পরিষেবা দেওয়াই মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানের।
গতকাল ৩রা মার্চ শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে শান্তিপুর পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিভূ গোয়েল, এস ডি ও হর সিমরান সিং, জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুর বিধানসভার বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, শান্তিপুর পৌরসভার পৌরপিতা অজয় দে সহ সকল কাউন্সিলরগণ।
বিভিন্ন বিভাগের মধ্যে শান্তিপুর শহরের দীর্ঘদিন ধরে বাস করে আসা জমির কোনো কাগজপত্র না থাকায়, শরণাপন্ন হয়েছিলেন বেশ কিছুদিন আগে। আজ পাঁচটি কলোনির ১৪৭ জন কে পাট্টা বিতরণ করা হলো। মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ক্ষণিকের মধ্যেই হাতে পেয়ে খুশি গ্রাহকরা।