মলয় দে নদীয়া:- বয়সের সাথে সাথে চাহিদা ও বিভিন্ন রকম হয় মেলায় গিয়ে। দেবদেবীর মূর্তি, ঘরকন্যার টুকিটাকি, বাদাম জিলিপি পাঁপড় ভাজা, আরো কত কি! কিন্তু শিশুদের বায়না আজও বেলুন কেন্দ্রিক। তাও যদি হয় গ্যাস বেলুন !তাহলে তো কথাই নেই। বায়না না করলেও, অন্তরের সুপ্ত বাসনা কথা জানেন প্রত্যেক অভিভাবক।
অতীতে মেলার ভিড়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গ্যাস সিলিন্ডার বাস্ট করে। স্বভাবতই আইনি মানবিক সব রকম নিষেধাজ্ঞা আসে এই গ্যাস বেলুন বিক্রি বন্ধের জন্য। কিন্তু ভিড় এড়িয়ে একদম ফাঁকায় কখনো কখনো চোখে পড়ে সেই বিরল দৃশ্যও। বিক্রেতা ও সুতো অনেক বড় করে ছেড়ে রাখে মাটি থেকে গগনচুম্বী দূরত্বে! যাতে খুদে শিশুরা অভিভাবকের হাত ধরে যাওয়ার সময় উপরের দিকে তাকিয়ে দেখতে পায় তাদের যখের ধন।