নদীয়া থেকে ২১ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা যাচ্ছে  ঝাড়খণ্ড

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর শহর থেকে দুর্গা প্রতিমা রওনা দিলো ঝাড়খণ্ড । ২১ ইঞ্চি মাপের মাতৃ মূর্তিটি নিজের ইচ্ছা শক্তি , কর্ম দক্ষতা , শিল্প নৈপুণ্য তা এবং অসাধারণ ভক্তিভাবের দ্বারা নির্মাণ করেছেন মাত্র কুড়ি বছর বয়সের ৭০ নাম্বার শ্যাম চাঁদ রোড নিবাসী পেশায় পাট ব্যবসায়ী ভজন সাধুখাঁর পুত্র বর্তমানে আর্ট কলেজের ছাত্র রোহণ সাধুখাঁ ।

জানা যায় ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী রোহণ ছোট থেকেই এই ধরনের মৃৎ শিল্পের প্রতি প্রবল আগ্রহী । তবে কোনো কুম্ভকার বংশের সন্তান না হলেও রোহণের শিল্পকর্ম যে কোনো কুম্ভকারকে তাক লাগিয়ে দেবেই — একথা নিঃসন্দেহে বলা যায় ।

অন্যদিকে এই মাতৃ মূর্তি টিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম নিখুঁত সাজে সাজিয়ে অপার রূপ লাবণ্যে ভরিয়ে রূপবতী দশভূজার গড়ে তোলার নেপথ্যে যাদের ভূমিকা রয়েছে তারা হলেন শান্তিপুর বৈষ্ণব পাড়ার ঠাকুর ঘর প্রতিষ্ঠানের অমল কুন্ডু এবং উক্ত প্রতিষ্ঠানেই কর্মরত শান্তিপুর ফটক পাড়া নিবাসী প্রীতম খাঁ ।

Leave a Reply