দেবু সিংহ,মালদা: শহরের যানজট মুক্ত করতে এবার টোটো চালক দের পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু করলো মালদা জেলা ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর। সমস্ত টোটো চালক দের শহরের টোটো চালানোর অনুমতি মিলবে এই পরিচয় পত্রের মাধ্যমে। গ্রাম থেকে অনেক ছোট শহরে ঢোকার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে মালদা শহরে। শহরকে যানজটমুক্ত করতে একাধিক পরিকল্পনার সাথে টোটো চালকদের পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। সেই সিদ্ধান্ত কে মান্যতা দিয়েই নির্দিষ্ট রুট নির্ধারিত করে টোটো চালক দের পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু করলো।
শনিবার মালদা জেলা ট্রাফিক ওসি বিটুল পাল নিজের হাতে সেই পরিচয় পত্র নমুনা দেখালেন। পরিচয় পত্রের মধ্যে থাকবে চালকের নাম , চালকের ড্রাইভিং লাইসেন্স এর নাম্বার , চলাচলের ক্ষেত্রে নির্ধারিত এলাকার নাম, পাশাপাশি টোটোর মালিকের নাম।
অনুমোদিত ছাড়া শহরে কোনরকম টোটো চলাফেরা করবে না।