রাস্তা তুমি কার রেলের না পিডাব্লিউডির ? রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ

Social

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকার দেবীপুর স্টেশন সংলগ্ন এলাকায় দেবীপুর জি টি রোড থেকে বুলবুলিতলা পর্যন্ত যাওয়ার রাস্তাটি দেবীপুর স্টেশন বাজার এর কাছে বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন । যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ওই জায়গাটি। নিত্যপ্রয়োজনীয় কাজে সাধারণ মানুষ খুব কষ্ট করে যাতায়াত করছে এ রাস্তাটির উপর দিয়ে। বুধবার সকালে একটি যাত্রীবাহী টোটো রাস্তাটির ওই ভাঙ্গা জায়গা দিয়ে যাওয়ার সময় হঠাৎই উল্টে যায় এবং আহত হয় যাত্রীরা।

তার পরই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীগণ রাস্তা সারাই এর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি রেল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটায় রেলের ওপর এর প্রভাব পড়ে এবং দীর্ঘক্ষন রেল অবরোধ করেন তারা। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় । অবরুদ্ধ হয়ে পড়েন ট্রেন চলাচল। স্থানীয়দের দাবি রেল দপ্তর বলে এটা পিডব্লুডি র রাস্তা আবার পিডব্লুডি দপ্তর বলে এটি রেলের অধীনে। এই টানাপোড়েনের মাঝখানে দীর্ঘদিন এই ভাবেই পড়ে আছে রাস্তাটি। বৃষ্টি হলে তো আর যাওয়ায় যায় না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ । মেমারি থানা পুলিশ প্রশাসন যোগাযোগ করে রেল দপ্তরের সাথে এবং দুই পক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

রেল দপ্তর এবং স্থানীয় প্রশাসনের আশ্বাসে কি রাস্তা সারাই হবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী দিনে।

Leave a Reply