দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হলো পুজোর নতুন পোশাক

Social

সোশ্যাল বার্তা : করোনায় অর্থনৈতিক সংকটের কারনে অসহায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। সেই সমস্ত অসহায় মহিলাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুরের  মহিষাদলের অমৃত বেড়িয়া পল্লী উন্নয়ন সংঘ নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। পুজোয় মায়েরা সুখে শান্তিতে থাকলে তবে মায়ের আরাধনা সার্থক হয়। এলাকার অসহায় মায়েদের পাশে দাঁড়াতে সংস্থার উদ্যোগে এলাকার প্রায় ৩০০ মহিলার হাতে পুজোর নতুন শাড়ি তুলে দেওয়া হয়।

সংস্থার অন্যতম সদস্য সুকেশ মিশ্র জানান, আমরা শুধু করোনা আবহে নয় সারা বছর ধরে মানুষের পাশে থেকে পরিষেবা দিয়ে থাকি। তার উপর এই বছর অতিমারীর কারনে বহু মানুষের কাছে পুজো দুশ্চিন্তার বিষয়ে পড়েছে। তা দূর করে সরকারি নিয়ম মেনে এলাকার মহিলারা যাতে মন্ডপে নতুন পোশাক পরে যেতে পারে তার জন্য এই উদ্যোগ।

পুজোয় নতুন শাড়ি উপহার হিসাবে পেয়ে বেজায় খুশি মহিলারা। এলাকার মানুষও এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply