দেবু সিংহ, মালদা:- মালদার রামকেলি মন্দির ও সংলগ্ন রাধাকুণ্ড-শ্যামকুন্ড সৌন্দর্যায়ন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। মালদার প্রাচীন এই ধাম কে ঘিরে তৈরি হয়েছে ধর্মীয় দর্শনীয় স্থান। প্রতিবছর রামকেলি মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। শুধু তাই নয় সারা বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তের বহু পর্যটক গৌর রামকেলি টানে এখানে আসেন। মন্দির ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড চত্বরে এখনো সেভাবে পরিকাঠামো উন্নয়ন হয়নি। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে রামকেলি মন্দির সংলগ্ন সৌন্দর্যায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলাশাসকের নির্দেশে রবিবার সকালে ইংরেজবাজার ব্লকের বিডিও সহ প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন এবং ওই এলাকায় কি কি প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখেন।
বিডিও জানান রামকেলি মন্দির ও রাধাকুণ্ড-শ্যামকুন্ড চত্বরে দর্শনার্থীদের বসার কোন জায়গা নেই তাই সেখানে নতুন করে বসার চেয়ার তৈরি করা হবে এছাড়া রাধা কুণ্ড শ্যাম কুণ্ড র চারিপাশ জঞ্জাল আগাছায় ভর্তি হয়ে থাকছে বছরভর। তাই সৌন্দর্য বৃদ্ধি করতে ও যাতে দর্শকেরা সেখানে এসে মনোরঞ্জন উপভোগ করতে পারে তাই বিভিন্ন ধরনের ফুলের গাছ পাতা বাহারি গাছ সহ বসার জায়গা তৈরি করা হবে। এতে পর্যটকদের মনকে আরও আকর্ষণীয় করে তুলবে। আগামী কিছুদিনের মধ্যেই অর্থ বরাদ্দ করে এলাকার সৌন্দর্য এর কাজ শুরু করা হবে বলে জানান ইংলিশ বাজারের বিডিও সৌগত চৌধুরী।