মলয় দে, নদীয়া:- শ্রী চৈতন্য জন্মভূমি নদীয়ার নবদ্বীপের শ্রীমন মহাপ্রভু মন্দিরে শিবির করে দেওয়া হল করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজের টিকাকরণ। এদিনের এই ভ্যাকসিন শিবিরের ব্যবস্থাপনায় ছিলো নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব সমাজ। তাঁদের পক্ষ থেকে চ্লমান করোনা কালে বিভিন্ন সময়ে কর্মহীন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন হাসপাতাল গুলিতে সাধারণ মানুষ যে ভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টির কথা ভেবেই আজকে তাঁরা এই শিবিরে ব্যাবস্থা করেন বলে উদ্যোক্তাদের পক্ষ জানানো হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌর সভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ এলাকার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিগন। আজকের এই শিবির থেকে মোট ১২৫ জন বয়স্ক পুরুষ ও মহিলাকে ভ্যাকসিন দেওয়া হয় বলে জানা গিয়েছে।