ট্রায়াল’ রানে থাকা নদীয়ার দুটি কৃষক স্পেশাল ট্রেনের শুভ সূচনা ‌

Social

মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুর থেকে কৃষক স্পেশাল ট্রেনের উদ্বোধন হলো। জানা যায় কয়েক মাস আগে রানাঘাটের লোকসভার সাংসদ জগন্নাথ সরকার রেল দপ্তরে একটি চিঠি করেছিলেন কৃষকদের জন্য “কৃষক স্পেশাল” ট্রেন চালু করার জন‍্য । সেই দাবি মেনেই রেলের পক্ষ থেকে সাড়া মেলায় বিগত বেশ কিছুদিন যাবৎ শান্তিপুর এবং গেদে স্টেশন থেকে দুটি ট্রেন ট্রায়াল’ রানে চলছিল । অবশেষে পাকাপাকিভাবে বাস্তবায়িত হলো আজ।

আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো ভারত বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশন থেকে । এদিন কৃষক স্পেশাল ট্রেন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের উচ্চ পদস্থ অফিসার সুরেন্দ্র প্রতাপ সিং ( ডি আর এম) তাছাড়াও রেলের একাধিক আধিকারিক। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ।

রেল সূত্রে খবর, আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো কয়েকদিনের মধ্যেই কৃষক স্পেশ্যাল  ট্রেন পুরোপুরি ভাবে চালু হবে। সাংসদ জগন্নাথ সরকার বলেন , কৃষকদের পক্ষ থেকে আমাকে একটি লিখিত দাবি জানিয়েছিলেন , তাদের এই কাঁচামাল লোকাল ট্রেনে ভ্যানডার বগিতে নিয়ে যেতে সমস্যা হতো । তাই কৃষকদের কথা ভেবে রেল দপ্তরে কৃষকদের সমস্যার কথা একটি চিঠি জানিয়েছিলাম । রেলের পক্ষ থেকে তার সাড়া মেলায় , আজ তারই শুভ সূচনা করা হলো।
বিকেল তিনটে নাগাদ শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে একইভাবে উদ্বোধন হবে অপর একটি ট্রেনের।

Leave a Reply