দেবু সিংহ,মালদা:শিক্ষক দিবসে শিক্ষকদের সংবর্ধণা জ্ঞাপন করলেন উর্দিধারীরা।এদিন মালদহের বামনগোলা থানার ওসি জয়দ্বীপ চক্রবর্তীর উদ্দোগে ওই এলাকার বিদ্যালয়ের কর্মরত ও অবসারপ্রাপ্ত বিশিষ্ট ১০জন শিক্ষককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধণা জানানো হয় বামনগোলা থানা প্রাঙ্গণে।
পাশাপশি ওই থানার উদ্যোগে ওই এলাকার দুস্থ পড়ুয়াদের জন্য এই সকল শিক্ষকদের নিয়ে চারটি কোচিং সেন্টার করা হবে বলে জানান ওসি জয়দ্বীপ চক্রবর্তী। যেখানে বিনামূল্যে দুস্থ পড়ুয়াদের কোচিং দেওয়া হবে। উর্দিধারীরা অপরাধ দমনের পাশাপশি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরাও।