করোনা বিধি মেনে পূজিত হলো মা সন্তোষী ,মন্দিরে পুরোহিত ও দুইজন সদস্য

Social

দেবু সিংহ,মালদা: বিধি মেনে করোনা পরিস্থিতিতে পূজিত হলো মা সন্তোষী। শুক্রবার ঝলঝলিয়া ব্যারাক কলোনি এলাকায় অনুষ্ঠিত হলো সন্তোষী মায়ের বাৎসরিক পুজা। বৈশাখ মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হয় এই বাৎসরিক পুজা। প্রতিবছর ধুমধামের সাথে পালিত হয় এই বাৎসরিক পুজো। পূজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান নরনারায়ন সেবা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে। গতবছরও করোনার কারণে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় বাৎসরিক পুজো। কিন্তু এ বছরও তেমনি ভাবে পালিত হলো না সন্তোষী মায়ের বাৎসরিক পুজা।

আগত ভক্তরা প্রত্যেকে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পুজায় অংশ নেন। মন্দিরে পুরোহিত এবং ক্লাবের দুজন সদস্য ছাড়া কোন ভক্তকে প্রবেশ করতে দেওয়া হয়নি এ বছর। এছাড়াও বাতিল করা হয়েছে সমস্ত ধরনের ধর্মীয়, সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বন্ধ রাখা হয়েছে নরনারায়ন সেবাও।

নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে আবেদন ভিড় এড়িয়ে চলুন । সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি নির্দেশিকা মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন ।

Leave a Reply