সোশ্যাল বার্তা : দেশ থেকে টিবি রোগকে দূর করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। টার্গেট ২০২৫ সাল। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচির সঙ্গে ‘জন আন্দোলন’ নামক কর্মসূচি’ রাজ্যব্যাপী ছড়িয়ে দিতে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দেয় ।
নদীয়া জেলা যক্ষ্মা বিভাগ শুক্রবার কালীগঞ্জ ব্লকের জানকীনগর জুম্মা মসজিদে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয়দের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা.তিমির কান্তি ভদ্র এবং ঐ ব্লকের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার মাসুদুল হোসেন এ ছাড়াও জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ছিলেন দীপল রায়,আব্দুল গফুর, প্রণয় দত্ত ও অতনু হাজরা ।
বিশেষ করে টি বি রোগ কিভাবে ছড়ায় এবং এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা সবিস্তারে শিবিরে বার্তা দেওয়া হয়। ডা.তিমির কান্তি ভদ্র বলেন টিবি রোগ আর পাঁচটা রোগের মতো চিকিৎসা করালে সম্পূর্ণ মেয়াদ ধরে ওষুধ খেলে রোগী পুরো স্বাভাবিক হয়ে যায়। করোনা থেকেও টিবি র দ্বারা আমাদের দেশে বেশি মানুষ মারা যান ,তাই সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে দেশকে টিবি মুক্ত করতে।
জেলা যক্ষ্মা বিভাগের স্বাস্থ্যকর্মী দীপল রায় জানান আমরা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি যেমন স্কুলে,পঞ্চায়েত সদস্যদের নিয়ে পঞ্চায়েতে এবং টিবি রোগ থেকে বর্তমানে সুস্থ্য ব্যক্তি যাদের আমরা টিবি চ্যাম্পিয়ন বলি তাদের নিয়ে এই ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছি , উদ্যেশ্য একটাই দেশকে টিবি রোগ মুক্ত করা।একজন স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে সকলের উচিত টিবি রোগের কোনো লক্ষণ দেখা দিলেই সরকারি হাসপাতালে বিনামূল্যে কফ পরীক্ষা করান ।
বর্তমানে একজন টিবি রোগীর যতদিন ধরে ট্রিটমেন্ট চলে ততদিন ধনী গরিব নির্বিশেষে ৫০০ টাকা করে পুষ্টি ভাতা পান।
জেলা যক্ষ্মা আধিকারিক মাননীয় ডা.কুণাল চক্রবর্তী জানান “জেলা জুড়ে আমারা যে কর্মসূচি গুলো নিয়েছি তা সুন্দর ভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবো সঙ্গে আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখব না”।