মলয় দে, নদিয়া:- নদিয়ার নবদ্বীপের মৃৎশিল্পীদের মুখে বিষাদের সুর। বিশ্বের মহামারী করোনা ভাইরাস কে আটকাতে বদ্ধপরিকর সারাবিশ্ব। সরকারি নির্দেশ মেনে সমস্ত ধর্মীয় সমারোহ হলেও নিরাশ হচ্ছেন মৃৎশিল্পীরা। বিশেষ করে চৈত্র মাসের মা শীতলা, মা কালী বৈশাখ মাসের লক্ষ্মী গণেশ পুজো আর বৈশাখ মাস থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। এরকম অবস্থায় প্রতিমা শিল্পীদের বড় বড় দুর্গা পূজা কমিটিগুলো আগাম বায়না দিতে চলে আসে কিন্তু এবছর গতবছরের লকডাউনের তুলনায় খারাপ। সেরকমভাবে প্রতিমার বায়না হচ্ছে না তার ওপর প্রতিমা বানানো সরঞ্জামের দাম কিছুটা হলেও বেশি। জানা যায়, বিশেষ করে বাঁশ, খড়, দড়ি, মাটি প্রতিমা সরঞ্জামের দাম বেশী। এক কথায় বলা যেতে পারে দ্বিগুন। এদিন নদিয়ার নবদ্বীপের মৃৎশিল্পী দেবু পাল বলেন, প্রতিবছর আটটা থেকে দশটা দুর্গাপ্রতিমার অর্ডার পাই। কিন্তু করোনা ভাইরাসের কোপ পরে গত বছর এবং এ বছর দুর্গা প্রতিমা মাত্র একটি অর্ডার হয়েছে। দুটি বাড়ির ঠাকুর করছি। তিনি আরো বলেন, লকডাউনের পরিস্থিতিতে আমাদের কাছে আর কোন অর্থ নেই। যেটুকু অর্থ ছিলো বসে বসে খেয়ে সব শেষ হয়ে গেছে। কাজ করার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে কাজ করতে পারছিনা।