দেবু সিংহ মালদা:পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোল ব্লকের কোটাল হাটির বেশকিছু ঘর আদিবাসী সম্প্রদায়ভুক্ত থেকে খিষ্টান ধর্মে চলে গিয়েছিলেন সেইসব আদিবাসীদের খ্রিস্টান ধর্ম থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন কমলি সরেন গুরুমাএবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কমলি সরেন গুরুমা।
এই ধরনের আরো তিনটি সমাজসেবা মূলক কাজের জন্য’ রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার পেলেন গুরুমা কমলি সরেন। মঙ্গলবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর হাত থেকে তুলে নেন পদ্মশ্রী পুরস্কার।
পুরস্কার পাওয়ার পর এদিন বিমানে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন তিনি। এর পর এদিন শুক্রবার গাজোলে ফিরতে না ফিরতেই গুরুমা কমলি সরেনকে আদিবাসী সমাজের পক্ষ থেকে সংবর্ধনা জানান । এরপর একে একে গাজোল বাঁশি ও গাজোল- ১ নং গ্ৰামের পঞ্চায়েতের প্রধান বিন্দু পুঝর মাল ,উপপ্রধান কাজোল কুন্ডু ও গাজোল বি জে পি যুব মোর্চা পক্ষ শুরু করে – গুরুমা কমল সরেন কে সংবর্ধনা দেন। এরপর গাজোল হাই স্কুল মাঠ থেকে খোল করতাল , মাদল ও ব্যান্ড বাজিয়ে সারা গাজোল হুডখোলা গাড়িতে পরিক্রমা করে শোভা যাত্রার মাধ্যমে তাঁকে নিয়ে যায়া হয় তাঁর আশ্রম কোটাল হাটি গ্রামে।
জানা যায় তাঁর স্বামী মারা যাওয়ার পরে এক চিলতে ঘরেই বসবাস করেন এবং মানুষের জন্য কাজ করতে থাকেন। ধীরে ধীরে তাঁর শিষ্যদের সংখ্যা বাড়তে থাকে।গুরুমা হিসেবেই তিনি বর্তমানে এলাকায় পরিচিত।