মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় জট কাটিয়ে, আইএসএলে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাসে ভাসলো লাল-হলুদ সমর্থকরা

Social

মলয় দে, নদীয়া:- ১১ মাসের সমস্যা সমাধান মাত্র কয়েক মিনিটে! অনেকটা ম্যাজিকের মতো, ম্যাজিসিয়ান এর ভূমিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক খেলা হবে সাঙ্গ করে সবুজ ঘাসে লাল হলুদ ফোটাতে তিনি ছিলেন সচেষ্ট। কয়েকদিন আগেই কার্যত পয়েন্ট অফ নো রিটার্নের ইঙ্গিত দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের কাছে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছিল লগ্নিকারী সংস্থা। যদিও সেই ঘটনার পরই ফের ‘ময়দানে’ নামেন মুখ্যমন্ত্রী।

গতকাল নবান্নে ক্লাব কর্তৃপক্ষ এবং লগ্নিকারী শ্রী সিমেন্টের মজবুতি জোড়ের বন্দোবস্ত করেন তিনি । সিমেন্ট কোম্পানির কর্ণধার স্বীকার করেন মুখ্যমন্ত্রী অনুরোধেই তিনি খেলার ব্যবস্থা করতে আগ্রহী হয়েছেন। তবে ময়দানের তাঁবুতে অবাঞ্ছিত হতে হচ্ছে না কর্তা সদস্য এবং সমর্থকদের ইস্টবেঙ্গল এর নাম লোগো থাকছে অপরিবর্তিত। গতকালকের পর থেকে রাজ্যের সর্বত্র লাল-হলুদের কপালের বলিরেখার ভাঁজ উধাও! খুশিতে মেতে ওঠে রাজ্যবাসী, জেলার রানাঘাট চাকদহ কৃষ্ণনগর শান্তিপুর কল্যাণী সর্বত্র লাল হলুদ আবীর খেলা, ব্যানারের সামনে টাইটেল সং গান গাওয়া , লাল হলুদ কেক কাটা নানাভাবে খুশিতে মাতোয়ারা তারা। জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত বলেই দাবি করেন। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান তারা।

Leave a Reply