অঞ্জন শুকুল,নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া নঘাটা সীমান্ত লাগোয়া ছোট্ট গ্রাম এর শিল্পী দেবাশীষ কুমার বিশ্বাস। জেলা ,রাজ্য তথা দেশের বিভিন্ন স্থানে প্লাস্টিকের আবর্জনায় ক্ষতিগ্রস্থ হয় সেই চিন্তা ভাবনা থেকেই প্লাস্টিক বর্জন করার দাবি তুললেন এই শিল্পী।
বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ কর্মের মধ্যে দিয়ে সমাজকে সচতেন করার বার্তা পৌঁছে দেন জনমানসে। তার এই ক্ষুদ্র প্রয়াস কে সকলে স্বাগত জানায়। তার শিল্পীসত্তা মন কখনো পুজো প্যান্ডেলে কখনো বা বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করেন। গত বছর কচুরি পানার রাখি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। যা বিভিন্ন পত্র পত্রিকায় ও টিভি চ্যানেলের দৌলতে সুনাম অর্জন করেছিলেন, ফলে কচুরি পানার রাখির চাহিদা বাড়ে। এবছর তার অভিনব প্রয়াস তালপাতার রাখি। তার এই রাখির খবর জনমানসে প্রচার হতেই রাখির চাহিদা তুঙ্গে। প্রতি রাখি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
শিল্পীর দাবি তালপাতার রাখির চাহিদা যে ভাবে বাড়ছে তাতে যোগান দেওয়া কষ্টদায়ক। তবুও চেষ্টা করছি সাধ্য মতো যোগান দেওয়ার। তার এই অভিনব প্রয়াস কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।