রাখিতেই সহাবস্থান মোদি-মমতার ! রাখি পূর্ণিমা উপলক্ষ্যে দেদার বিকোচ্ছে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখি

Social

মলয় দে, নদীয়া:- কেন্দ্র-রাজ্য সম্পর্ক যাই হয়ে থাকুক! বঙ্গ রাজনীতিতে বিজেপি তৃণমূলের লড়াই জারি থাকুক, তবে মমতা মোদির পাশাপাশি অবস্থান দেখতে সবারই আগ্রহ। আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্ত দেখতে অনেকদিন আগে একবার সামনাসামনি মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে দিল্লিতে ক্ষনিকের সাক্ষাৎ, তবে তা নিয়েই জল্পনা রাজনৈতিক মহল থাকে আমজনতা !পাড়ার মোড় থেকে চায়ের দোকান! জল্পনা সর্বত্র।

তবে আসন্ন রাখি পূর্ণিমা উপলক্ষে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি দেওয়া রাখি বিভিন্ন দোকানে পাশাপাশি একই সাথে অবস্থান করেছে। আর তা কিনতে, দলে দলে কর্মী-সমর্থকরা ছুটছেন।

নদীয়ার শান্তিপুর ডাকঘর হোক বা রানাঘাটের ছোট বাজার কিংবা কৃষ্ণনগরের হাই স্ট্রীট! গেরুয়া এবং সবুজ শিবিরের চাহিদা একটাই। দোকানিরাও ব্যবসায়িক সুকৌশলে বিভিন্ন রকমারি রাখির পসরার মধ্যে এই দুই রাখি কে দোকানের গুরুত্বপূর্ণ জায়গায় ক্রেতা সাধারণের দৃষ্টিপাতের জন্য রেখেছেন।

শান্তিপুর ডাকঘর মোড়ের উপহার বিক্রিত এক দোকানের মালিক পূজা রায় জানান শুধু রাজনৈতিক তা নয় প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর অনেক শুভাকাঙ্ক্ষী আছেন তারাও সংগ্রহ করছেন এই রাখি। অত্যন্ত চাহিদা থাকলেও মাত্র ১০টাকা দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রানাঘাটের পাইকারি ব্যবসায়ী হরিদাস কুন্ডু জানান, গত বছরে অল্প সংখ্যক রাখি মজুদ রাখতে পেরেছিলেন, চাহিদা বুঝে এবার পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করেছেন।

Leave a Reply