মলয় দে নদীয়া:- “ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে মশারী টাঙান “, কালাচ বা অন্য কোনো ধরনের সাপের উপদ্রব থেকে বা কীটপতঙ্গের বিষাক্ত কামড় থেকে রক্ষা পেতে মশারী টাঙান! এধরনের সচেতন মূলক বার্তা প্রায়শই শোনা যায় সরকারি-বেসরকারি তরফে। তবে দীর্ঘদিন কর্মহীন পরিবার দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে সেখানে মশারি কেনার অর্থ জোগাড় করা দুরূহ অনেকের ক্ষেত্রেই।
আজ আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবস উপলক্ষ্যে শান্তিপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শতাধিক মশারী তুলে দেওয়া হয় প্রান্তিক কর্মহীন পরিবারের হাতে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেকেই ব্যবসায়িক ফটোগ্রাফির সাথে যুক্ত দোকান ছেড়ে সমাজসেবার ফুরসত মেলেনা! তবে বছরের দু তিনবার সকলে একত্রিত হয়ে, এ ধরনের প্রয়োজনভিত্তিক জনসভায় অংশগ্রহণ করি আমাদের নিজেদের কষ্ট অর্জিত অর্থে। শান্তিপুর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান, সহ বিশিষ্টজনেরা উপস্থিত হন এই উদ্যোগকে সাধুবাদ জানাতে।