দেবু সিংহ,মালদা:- মালদার ইংরেজবাজার পৌরসভার ২২ ও ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জহরলাল নেহেরুর ১৩৩তম জন্ম দিবস পালন। রবিবার ঝলঝলিয়া এলাকায় ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে দিন টিকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে এলাকার প্রায় শতাধিক দুঃস্থ শিশুদের মধ্যে খাতা, কলম,রুল, পেন্সিল কেক সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য অঞ্জু তিওয়ারি, ২২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নরেন্দ্রনাথ তেওয়ারি সহ অন্যান্য অতিথিবৃন্দ।