জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকারী ব্রতীন মন্ডলকে শুভেচ্ছা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি’র 

News

মলয় দে, নদীয়া :- জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে এবছর তিনজনই বাংলা মাধ্যম থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে।

রহড়া রামকৃষ্ণ মিশন থেকে প্রথম হয়েছে পাঞ্চজন্য দে, দ্বিতীয় হয়েছে সৌমজিৎ দত্ত বাঁকুড়া জেলা স্কুল থেকে এবং তৃতীয় হয়েছে ব্রতীন মন্ডল শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় থেকে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে, এই তিন কৃতি ছাত্রকে সংগঠনের পক্ষ থেকে ক্রমানুযায়ী নিয়ে তাকে উৎসাহিত করতে শুভেচ্ছা জানানো হয়।

রবিবার নদীয়ার শান্তিপুরে সংগঠনের
শান্তিপুর ব্লক এর পক্ষ থেকে সভাপতি সঞ্জীব পোদ্দার, সম্পাদক শুকদেব কুন্ডু জেলা সভাপতি অনুপ ভদ্র, সহ সভাপতি কৃষ্ণা পাল , জেলা কমিটির সদস্য জিব্রাইল পাইল এবং মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সম্পাদক শিক্ষক প্রকাশ চন্দ্র দে কে সাথে নিয়ে ব্রতীন মণ্ডলের বাড়িতে পৌঁছান।
ব্রতীন এর বাবা রানাঘাট ধানতলা হাইস্কুল এবং মা বিজলী মন্ডল ফুলিয়া গার্লস বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক এবং শিক্ষিকা।
সংগঠনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাগণ ব্রতীনের ভবিষ্যতের আইআই টি ব্যাঙ্গালোরে পড়াশোনা করার বিষয়ে আলোচনা করেন।  ব্রতীন ভলিবল খেলায় পারদর্শী, পড়াশুনার চাপে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠেনি তবে, এবার সে যাতে খেলার দিকে মনোনিবেশ করতে পারে সে বিষয়েও পরামর্শ দেন তারা।

Leave a Reply