সোশ্যাল বার্তা: বাইশে শ্রাবণ । প্রাণের ঠাকুর, কবি ঠাকুর, রবি ঠাকুরের প্রয়াণ দিবস পালন করলো নাট্যদল কৃষ্ণনগর সিঞ্চন তাদের অন্তরঙ্গ মঞ্চ অন্য ভুবনে। ৮ই আগস্ট সন্ধ্যায় গানে, কবিতায়, কথায়, নাটকে রচিত হলো শ্রদ্ধার্ঘ্য। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বালন ও কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নাট্যকার শ্রী সুশান্ত কুমার হালদার।
রবীন্দ্রগান পরিবেশন করেন জয়া দত্ত, সতিনাথ মন্ডল,অঙ্কিতা নস্কর। আবৃত্তি পরিবেশন করেন মেঘনা সাহা,পূর্ণিমা পাল, মধুমীতা ঘোষ, গৌর সাহা ও জিৎ নাথ। গল্প পাঠ করেন তন্ময় সরকার।
সবশেষে প্রদর্শিত হলো রবীন্দ্র নাটক অবলম্বনে নাট্য- ‘ছিন্ন রক্তকরবী’। বৃত্তাকার মঞ্চে এরিনা ফর্মে প্রদর্শিত হয় নাটক। ভিন্ন আঙ্গিকের এই উপস্থাপনা বিশেষ নজর কাড়ে । পঁচিশ মিনিটের এই নাট্যাভিনয়ে অংশ নেয় সিঞ্চনের নাট্যকর্মশালার তরুণ নাট্যশিল্পীরা। অতিমারির এই বিপর্যস্ত সময়ের সাথে সামঞ্জস্য রেখে করা হয় সমস্ত আয়োজন।