অঞ্জন শুকুল, নদীয়া : নদীয়ার কৃষ্ণগঞ্জে নানা সময়ে নানা ধরনের অনুষ্ঠান হত অথচ কোন হল বা থিয়েটার রুম ছিল না । সেই ভাবনা থেকেই মাজদিয়ায় ধুমধাম করে তৈরি করা হয়েছিল রবীন্দ্র ভবন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সামিতির উদ্যোগে।
বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন তাঁর এই মৃত্যুতিথি স্মরণে বিভিন্ন স্থানে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়, শ্রদ্ধায় স্মরণে আজকের দিনটি প্রতিপালিত হয় বিভিন্ন স্থানে । এলাকার বাসিন্দারা জানান মাজদিয়া কলেজের পার্শ্বে অবস্থিত রবীন্দ্র ভবনের রবীন্দ্র মূর্তিটিতে আজ মাল্যদান করা হয়নি । সরকারিভাবে বা কোন সংগঠনের পক্ষ থেকেও এমনকি মূর্তির চারিদিকে জঙ্গলে ছেয়ে গেছে ।
স্থানীয় বাসিন্দারা জানান রবীন্দ্রনাথের মৃত্যু দিন স্মরণ করা উচিত ছিল । কিন্তু সেটি না হওয়াটা দুঃখের ও বেদনার । স্বাধীনতার এতবছর পরেও রবীন্দ্রনাথ অবহেলায় পড়ে রইলো এটা মেনে নেওয়া যায় না , ভাবতেও অবাক লাগে।