নিউজ সোশ্যাল বার্তা ,মলয় দে নদীয়া :-পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নদীয়া জেলার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্লকে ব্লকে ক্যাম্পের মাধ্যমে দেওয়া হবে প্রতিবন্ধী শংসাপত্র । সারা বছরই জেলা সদর হাসপাতাল এবং মহকুমা হাসপাতাল থেকে বিভিন্ন বিভাগে এই শংসাপত্র দেওয়া হয়ে থাকে। কিন্তু যাদের শারীরিক অবস্থা একেবারেই চলাচলের উপযোগী নয় এমন ব্যক্তিবর্গের সহযোগিতার উদ্দেশ্যে, এবং শিশু কিশোর দের ০১ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী ছেলেমেয়েদের মধ্যে ডাক্তারি পরীক্ষার পরে দেওয়া হবে শংসাপত্র ।
সম্প্রতি, জেলা সমাজ কল্যাণ আধিকারিক এই পরিপ্রেক্ষিতে একটি বিঞ্জপ্তি জারি করেছেন সেখানে ব্লকের কবে, কোথায় ? এমনকি কোন কোন চিকিৎসকেরা উপস্থিত থাকবেন তা উল্লেখ করা হয়েছে ।
প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির:-
চাকদহ: ৪ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার- বড় পুমিলা প্রাইমারি স্কুল।
কৃষ্ণনগর ১: ৬ই ডিসেম্বর ২০১৯, শুক্রবার – সি এম এস সেন্ট জন্স প্রাইমারি স্কুল
রানাঘাট ২: ১১ই ডিসেম্বর ২০১৯, বুধবার — পূর্ণনগর প্রাইমারি স্কুল
নবদ্দীপ : ১৬ ই ডিসেম্বর ২০১৯, সোমবার- মহেশগঞ্জ সিএলআরসি
কালিগঞ্জ: ১৮ই ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার- ছোট গ্রাম কলোনি প্রাইমারি স্কুল
করিমপুর ১ ও ২ : ২০ই ডিসেম্বর ২০১৯ শুক্রবার – মহিষবাথান প্রাইমারি স্কুল
রানাঘাট ১: ২৬ ডিসেম্বর ২০১৯বৃহস্পতিবার- আনন্দমোহন প্রাইমারি স্কুল
চাপড়া : ২ রা জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার- ইসলামগঞ্জ প্রাইমারি স্কুল
হরিণঘাটা: ৬ই জানুয়ারি ২০২০ সোমবার – রবীন্দ্র মোহন প্রাইমারি স্কুল
শান্তিপুর: ০৮ ই জানুয়ারি ২০২০, বুধবার- বড় গোঁসাই পাড়া সর্ব শিক্ষা অফিস
হাঁসখালি: ১০ই জানুয়ারি ২০২০ – বগুলা স্টেশনপাড়া প্রাইমারি স্কুল
তেহট্ট: ১৪ই জানুয়ারি ২০২০ মঙ্গলবার আদর্শ প্রাইমারি স্কুল।
বিশেষ চাহিদা সম্পন্ন এই সমস্ত ছেলেমেয়েরা যাতে সহজেই প্রতিবন্ধী শংসাপত্র পেতে পারে তার জন্য তাদের বাড়ির কাছাকাছি শিবিরের আয়োজন করেছে ।
এই প্রসঙ্গে নদীয়া জেলা ব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন দেশ নিয়ে কাজ করা “প্রতিবন্ধন” সংস্থার পক্ষ থেকে সুজন দত্ত বলেন ” প্রত্যন্ত গ্রাম থেকে শহরে আসতে প্রতিবন্ধী ছেলে মেয়েদের খুবই অসুবিধায় পড়তে হয় তাই তাদের বাড়ির কাছে এই শিবিরের ব্যবস্থা হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তর কে সাধুবাদ জানাই “।
Facebook : News Social Barta 24×7
WhatsApp : 9434158779