“অপরাধীরা যেন ছাড় না পায়”- মৃত্যুর আগে কাতর অনুরোধ উন্নাও নির্যাতিতার

Social

ওয়েবডেস্ক:  মারা গেলেন উন্নাওয়ের অগ্নিদগ্ধ ধর্ষন নিপীড়িতা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রাত ১১:৪০ মিনিট নাগাদ দিল্লীর এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । শরীরের প্রায় ৯০ ভাগ অংশই পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ধর্ষকরা নির্মমভাবে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলো। উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে গনধর্ষনের শিকার হয়েছিলেন তরুনী। গণধর্ষণের পরে তরুণী স্থানীয় থানায় যান অভিযোগ করতে কিন্তু স্থানীয় থানা তার অভিযোগ পর্যন্ত গ্রহন করতে চায়নি। কিন্তু ছাড়ার পাত্রী ছিলেন না ওই তরুণী । শেষ অবধি কোর্টের নির্দেশে অভিযোগ গৃহীত হয়।দুই ধর্ষক শিবম ত্রিবেদী ও শুভম ত্রিবেদীকে গ্রেপ্তারও করে পুলিশ।

কিছুদিন আগেই অভিযুক্ত দুজন ওই দুজন জামিনে মুক্তি পায় ।গত পরশুদিন নির্যাতিতা তরুনী যখন কোর্টে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন ঠিক তখনই অভিযুক্তরা এবং সঙ্গে অারও ৫জন তার ওপর হামলা করে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় এমনকি গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় । জ্বলন্ত অবস্থাতেই এক কিলোমিটার দৌড়ে তরুনী এক ব্যক্তির থেকে ফোন নিয়ে পুলিশে ফোনও করে।কিন্তু শেষ রক্ষা হয়নি ততক্ষণে তার দেহের নব্বই শতাংশ পুড়ে যায় । স্থানীয় হাসপাতাল থেকে দিল্লীর হাসপাতালে অতি আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করে।

অবশেষে গতকাল রাতে শেষনিশ্বাস ত্যাগ করে নির্যাতিতা। মৃত্যুর আগে অপরাধীদের চরম শাস্তির দাবী জানিয়ে গেলেন । সুশীল সমাজের কাছে জানতে ইচ্ছে করে এভাবে আর কত নারী নির্যাতিত হবে ?