নদীয়ার কৃষ্ণনগরে শুরুনহলো সবলা মেলা উদ্বোধনে মন্ত্রী সাধন পান্ডে

Social

মলয় দে নদীয়া :-জঙ্গলের পাখি, তাই হাতের পাখি ছেড়ে জঙ্গলের পাখি ধরবেন না, মঙ্গলবার নদীয়া জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি পরিচালিত সবলা মেলা এসে নাম না করে বিজেপিকে এই ভাষাতে আক্রমণ করলেন স্বনির্ভর দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল নেতা সাধন পান্ডে।

নদীয়া জেলার কৃষ্ণনগর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ময়দানে সবলা মেলার আয়োজন করা হয়। নদীয়া জেলার কয়েকজন বিধায়ক এবং জেলা সভাধিপতি রিক্তা কুন্ড সহ এই মেলায় উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাধারণ মানুষকে অনুরোধ করছি নিজের হাতের পাখিটা ছেড়ে যেন জঙ্গলের পাখিটা না ধরে। এর পাশাপাশি সমবায় ব্যাংকের লোনের ব্যাপারে বলেন, যদি কোন স্বনির্ভর গোষ্ঠী সমবায় ব্যাংক থেকে সাবসিটি না পায় তাহলে আমাকে বললে আমি পুরোটা ঠিক করে দেব।

সরকারি চাকরি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার অনেক চাকরি দিয়েছে, চাকরি দেওয়ার একটা মাপকাঠি থাকে, রাজ্য সরকার যা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তাতে ইচ্ছা করলে একটা বেকার ছেলে নিজেরাই কাজ করে স্বনির্ভর হতে পারবে। মেলা চলবে ২৫শে জানুয়ারী পর্যন্ত ।

Leave a Reply