কৃষ্ণনগরে নাট্যদল ‘কৃষ্ণনগর সিঞ্চন’ এর উদ্যোগে অন্যভুবনে পালিত হল দ্বিজেন্দ্র-জয়ন্তী

Social

সোশ্যাল বার্তা : ৪ঠা শ্রাবণ বিশিষ্ট কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। নদীয়া জেলার কৃষ্ণনগরে নাট্যদল ‘কৃষ্ণনগর সিঞ্চন’ এর উদ্যোগে অন্যভুবনে পালিত হল দ্বিজেন্দ্র-জয়ন্তী। কবির প্রতিকৃতিতে মাল্যদান ও সমবেত কন্ঠে ‘ধনধান্য পুষ্প ভরা—‘ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

কবিতা আবৃত্তি করেন শ্রী সতীনাথ মন্ডল , দ্বিজেন্দ্র গান পরিবেশন করেন শ্রীমতি জয়া হালদার ও শ্রী গোপাল শিকদার, চন্দ্রগুপ্ত নাটকের অংশবিশেষ পাঠ করেন শ্রী গৌর সাহা, শ্রী সৌরভ শীল, শ্রী স্বাগত বৈশাখ হালদার ও শ্রী জিৎ নাথ। আলোচনায় অংশ নেয় শ্রী সুশান্ত কুমার হালদার, শ্রী কুন্তল হালদার ও শ্রী মুখর প্রামাণিক।

সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শ্রী তন্ময় সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Leave a Reply