মলয় দে, নদীয়া :- বেশ কিছুদিন আগে রানাঘাটে পৌঁছেছিল পূর্ব রেলওয়ের পক্ষ থেকে রেল কর্মীদের প্রতিষেধক দেওয়ার বিশেষ এই ট্রেনটি। শিয়ালদা মেইন লাইনের বিভিন্ন জংশন স্টেশনে পাশাপাশি দু’একটি স্টেশন এর অন্তর্গত বিভিন্ন রেল কর্মীদের এবং তাদের পরিবারবর্গের ভ্যাকসিনেশনের ব্যবস্থা সঠিক তথ্য তুলে ধরেছিলাম আপনাদের কাছে।
কিন্তু আজ শান্তিপুর রেলওয়ে স্টেশনে দুপুর সাড়ে বারোটা নাগাদ এসে পৌঁছায় এই ট্রেনটি, অথচ সকাল সাতটা থেকে লাইনে রেলকর্মী ও তাদের পরিবারবর্গ ! আর পিএফ, জিআরপি, স্টেশন মাস্টার, এবং বিভিন্ন উচ্চপদস্থ রেল কর্মীদের পরিবার কে আগে দেবে এই নিয়ে বচসা হাতাহাতি সর্বক্ষন লেগেই ছিলো। বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছে গিয়েও সঠিক তথ্য , পাওয়া গেল না, এমনকি নিজেদের ভুল ত্রুটি প্রকাশ্যে আসবে বলে কোনো মন্তব্য করেননি কেউ! অথচ রেলকর্মী নন এইরকমও ফাঁকতালে দু-একজন টিকা নিতে বিশেষ ট্রেনটিতে কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করে বলে, বচসা শুরু হয় নিজেদের মধ্যেই। এ কথায় চরম অব্যবস্থা, এবং অনিয়ম খোদ উচ্চপদস্থ অফিসারদের মধ্যেই ।