নাট্যকর্মীদের বাস্তবের লড়াই ! পাশে “কৃষ্ণনগর সিঞ্চন”

Social

সোশ্যাল বার্তা : সংস্কৃতি সভ্যতার সৌরভ। নান্দনিক সৃষ্টি শীলতার মধ্যে দিয়ে শিল্পীরা করে চলেন সামাজিক পরিশীলন। তুলে আনেন তীক্ষ্ণ, গূঢ় প্রশ্ন যা আমাদের সচেতন করে, দায়বদ্ধ করে, সাহায্য করে আগামীর যথার্থ পথ অনুসন্ধানে। আজ সারা পৃথিবীর ভয়ঙ্কর অসুখের দিনে চতুর্দিকে যখন নেমে এসেছে ভয়াবহ আর্থসামাজিক সংকট তখন কেমন আছেন এই শিল্পীরা ?

কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্প আজ বিপন্ন। খদ্দের বিনা অসহায় দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। চিত্রকর, পট শিল্পীদের অবস্থাও তথৈবচ। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় সঙ্গীত ও বাদ্যযন্ত্র শিল্পীরা বর্তমানে বেরোজগারে। নাট্যশিল্পীরাও ভয়ংকর সংকটে।

মানুষ সুস্থ ভাবে বাঁচলে, আতঙ্ক দুর হলে তবেই তারা আসবেন, টিকিট কাটবেন, থিয়েটার দেখবেন। আর সেই রসদেই অন্নসংস্থান হবে এই শিল্পী পরিবারগুলির। আজ তা দুরস্ত। ধুঁকতে থাকা যাত্রাশিল্পীদের অবস্থা আরও ভয়ংকর।
এই পরিস্থিতিতে শহরের অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানো লক্ষ্যে গভীর আন্তরিকতায় “কৃষ্ণনগর সিঞ্চন” গ্রহণ করেছে সহায়তা কর্মসূচি “শুভেচ্ছা”।

এই কর্মসূচির অঙ্গ হিসাবে  সিঞ্চন’এর স্বেচ্ছাসেবক বাহিনী শিল্পীদের ঘরে ঘরে প্রতি মাসে দুবার নিরবে পৌঁছে দিচ্ছেন শ্রদ্ধার ডালি । থাকছে আলু, পেঁয়াজ, সয়াবিন, ডাল, সরষের তেল, ডিম, মুড়ি, সার্ফ, সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সংগীতশিল্পী, যন্ত্রবাদ্যশিল্পী, মৃৎশিল্পী, পটশিল্পী, আলোকশিল্পী, রূপসজ্জাকার, আবহশিল্পী, নাট্যশিল্পী, যাত্রাশিল্পী কে নেই তাতে।

কৃষ্ণনগর সিঞ্চন এর নির্দেশক ‘শ্রী সুশান্ত কুমার হালদার’ বললেন-“শিল্প একজন শিল্পীকে দেয় অন্তরের গরিমা। যা মাথা উঁচু করে বাঁচতে শেখায়। হাজার দুর্দিনেও তাঁরা কখনোই সম্মান বিকিয়ে পথে নেমে হাত পেতে সাহায্য নিতে পারেন না। এই দুঃসময়ে গুণীশিল্পীদের পাশে দাঁড়াতেই সিঞ্চনের এই কর্মসূচি।

“দলের সম্পাদক সৌমেন বিশ্বাস জানালেন-“, প্রাথমিকভাবে নিজেরা তহবিল গড়ে কাজে নেমে ছিলাম। এত মানুষের ভালোবাসা ও সাহায্য পাব ভাবিনি। সকলে পাশে না দাঁড়ালে এভাবে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।”
শিল্পীদের সহায়তার পাশাপাশি অতিমারীর এই দুঃসময়ে কৃষ্ণনগর সিঞ্চনের স্বেচ্ছাসেবকেরা এগিয়ে যাচ্ছেন কখনও মুমূর্ষু রোগীকে রক্তদান, কখনো বা কোভিড আক্রান্তদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ওষুধপত্র পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ দান, কিম্বা বিভিন্ন বিষয়ে তথ্য ও যোগাযোগ করিয়ে দেবার মাধ্যমে। মঞ্চের অভিনেতারা আজ লড়ছেন বাস্তবের মাটিতে। এও এক থিয়েটার। জীবন্ত থিয়েটার।

Leave a Reply