মলয় দে, নদীয়া :-নদীয়ার নবদ্বীপ থানার পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি৷
পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকার গাড়ি চালকদের জন্য অনেক আগেই চালু করেছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির সাফল্যও মিলেছে অনেকাংশে। এবার সেই সাফল্য ধরে রাখতে এবং গাড়িচালকদের আরো বেশি সতর্ক ও সচেতন করে তুলতে এদিন নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে এক বিশাল ব়্যালির আয়োজন করা হয়৷
আজ এই কর্মসূচির চতুর্থ বর্ষপূর্তি পালন করল নবদ্বীপ থানার পুলিশ৷ এদিনের এই কর্মসূচি এ উপলক্ষ্যে নবদ্বীপ থানার সামনে থেকে পুলিশকর্মীরা মোটরসাইকেল চালিয়ে নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এদিনের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ কর্তারা।