অসহায় ও দুঃস্থ আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিলি স্বেচ্ছাসেবী সংগঠন “কৃষ্ণনগর আনন্দধারা’র “

Social

নিউজ সোশ্যাল বার্তা,৫ই ডিসেম্বর ২০১৯ : হঠাৎ করে শীত পড়ে যাওয়ায় সাধারণ মানুষের জবুথবু অবস্থা । যাদের ক্ষমতা আছে তারা চটজলদি শীতের পোশাক কিনে ফেলছেন। কিন্তু যাদের ক্ষমতা নেই ? সেই সব অসহায় ও দুঃস্থ আদিবাসীদের সাহায্যার্থে এগিয়ে এলো “কৃষ্ণনগর আনন্দধারা” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

আজ সংস্থার পক্ষ থেকে কৃষ্ণনগরের নিকট দোগাছী গ্রামে পুরাতন ও নতুন শীত বস্ত্র বিতরণ করা হয়।

সহজ ও সরল মনের মানুষদের মধ্যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ওই পোশাক তুলে দিলো সংস্থার সদস্যরা।এলাকার বাসিন্দারা জানান,বেশিরভাগ পোশাক পুরাতন হলেও এই ধরণের পোশাক তাদের প্রয়োজন মেটাবে।কারণ আর্থিক অস্বচ্ছলতার জন্য বাজার থেকে ভালো জামা কাপড় কেনার সাধ আর সাধ্য এদের অনেকেরই নেই।

অন্যদিকে কৃষ্ণনগর শহরের অনেকেই পুরাতন জামাকাপড় জমিয়ে রাখেন ফেরিওয়ালাকে দিয়ে বাসন পত্র নেবেন বলে । আবার ইদানীং অনেকেই সাধারণ মানুষকে একটু সাহায্য করবেন ভেবেও জামাকাপড় জমান।

সংস্থার সদস্যরা নিয়মিত ভাবে বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অব্যবহৃত পোশাক সংগ্রহ করে এবং এই সকল অসহায় মানুষের মধ্যে সারা বছর ধরেই বিতরণ করবেন বলে জানান সংস্থা’র কর্ণধার শ্রী রাজু পাত্র মহাশয়।

তিনি আরো বলেন- প্রায় ৭০ জনের অধিক অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে আজ নতুন ও পুরাতন পোশাক তুলে দিতে পেরে সংস্থার সদস্যরা খুবই আনন্দিত।