দীর্ঘদিনের প্রত্যাশিত নদীয়ার কুপার্স থেকে মাঝেরগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস

Social

মলয় দে নদীয়া :-আজ রানাঘাট দক্ষিন বিধানসভার কুপার্স থেকে মাঝেরগ্রাম পর্যন্ত বাংলা সড়ক যোজনা (২) মমতা বন্দোপাধ্যায়ের আরো একটি প্রকল্পের মধ্য দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা নির্মানের শুভ শিলান্যাস করা হল।

উপস্থিত ছিলেন- বাণী কুমার রায় মেন্টর নদীয়া জেলা পরিষদ, দীপক বোস সহ – সভাধিপতি নদীয়া জেলা পরিষদ চঞ্চল দেবনাথ কর্মাধ্যক্ষ নদীয়া জেলা পরিষদ ,বর্ণালী দে কর্মাধ্যক্ষা নদীয়া জেলা পরিষদ রীনা রায় কর্মাধ্যক্ষা নদীয়া জেলা পরিষদ, পিন্টু দত্ত সভাপতি কুপার্স শহর তৃণমূল কংগ্রেস সহ সকল ব্যক্তিত্ব।

Leave a Reply