মালদায় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল এসটিএফ

Social

মালদা: মালদায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। ২০১ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতদের মঙ্গলবার ইংরেজবাজার থানার পুলিশের মাধ্যমে জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম বাবুন মন্ডল ও সাবির মন্ডল। ধৃতরা উত্তর ২৪ পরগনার কাশিপুরের বাসিন্দা। ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে নদীয়ায় নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ইংরেজ বাজারের বাধা পুকুর এলাকায় হানা দিয়ে একটি গাড়ি সমেত তাদের গ্রেফতার করা হয়। আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাজা ভর্তি একাধিক বস্তা। উদ্ধার হওয়া গাজার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

Leave a Reply