বাম ছাত্র-যুবদের উদ্যোগে হাওড়ায় পালিত হলো ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস

Social

রমিত সরকার: দেশমাতৃকাকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে নিজেকে আত্ম বলিদান দিয়েছিলেন ভগৎ সিং। ১৯৩১ সালের ২৩ মার্চ লাহোর জেলে ফাঁসির দড়ি গলায় পড়ে নিজেকে আত্ম বলিদান দিয়েছিলেন এই মহান বিপ্লবী। শুধুমাত্র তিনি নয় তার সঙ্গে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল রাজগুরু ও সুকদেবকেও। আর সেই মহান বিপ্লবীর আত্মবলিদান দিবসে তার প্রতি শ্রদ্ধা জানালো বাম ছাত্র যুব সংগঠনের সদস্যবৃন্দ।

মঙ্গলবার এসঅফআই, ডিওয়াইএফআই বি গার্ডেন লোকাল কমিটির উদ্যোগে পালন করা হয় শহীদ ভগৎ সিংয়ের “আত্মবলিদান দিবস”। এদিন সকালে সংগঠনের রক্ততারা খচিত শ্বেত পতাকা উত্তোলন করে ডিওয়াইএফআই নেতা আশীর্বানী কর। পরে শহীদদের ছবিতে মাল্যদান করে শহীদদের স্মরণ করে তারা। অন্যদিকে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বুড়িখালীতে ডিওয়াইএফআই দপ্তরেও যথাযথ মর্যাদার সাথে পালিত হয় শহীদ ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর আত্মবলিদান দিবস।

Leave a Reply