মলয় দে, নদীয়া:- বিয়ের দিনক্ষণ ঠিক হতেই নতুন আনন্দবাস গ্রামের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলো এক যুবতী। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার অন্তর্গত মাজদিয়া পানসিলা গ্রাম পঞ্চায়েতের নতুন আনন্দবাস গ্রামে।
জানা যায়, আগামী ২৯শে আষাঢ় বিপদ ঘোষের ১৯ বছরের একমাত্র মেয়ে সপ্না ঘোষের বিয়ে ঠিক হয়েছিল পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার এক যুবকের সঙ্গে। হঠাৎই গত বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যায় মেয়ে। এরপর পরিবারের লোকজন আত্মীয় পরিজনের বাড়ি থেকে শুরু করে নানান জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। বহু খোঁজাখুঁজির পর আর না পেয়ে নিরুপায় হয়ে মেয়ের বাবা বিপদ ঘোষ এদিন নবদ্বীপ থানায় মেয়ের ছবি সমেত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।