দেবু সিংহ,মাদা: মালদা শহরে অল্প বৃষ্টি তেই জলমগ্ন হয়ে সমস্যাই পরতো বিভিন্ন ওয়ার্ড এর বাসিন্দারা , যুগ যুগ ধরে হয়ে থাকা এই সমস্যা সমাধানের উদ্যোগ নিল ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক তথা মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো ।
শনিবার দুপুর ১২টা নাগাদ মালদা শহরের ৩ নং ওয়ার্ড এর রবীন্দ্রভবন এলাকা তিনি পরিদর্শন করার পর সেখানকার কালভাট সংস্কার এর নির্দেশ দেন পৌর আধিকারিকদের । জেসিবি লাগিয়ে পৌর আধিকারিকরা সেখানকার ময়লা তুলতে শুরু করে বেশ কিছু লেবার নিযুক্ত করে । দীর্ঘদিনের সমস্যা মিটবে শহরের বেশ কিছু ওয়ার্ড এর জল এই কালভাট দিয়ে বেরিয়ে গোদরাইল বিল এ পরবে । মালদা শহরের নকশী ব্যাবস্থা নিয়ে এই প্রথম কঠোর ব্যাবস্থা গ্রহণ করেছেন ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রশাসক । তার নির্দেশে পৌর আধিকারিক জানান এই নিকাশি ব্যাবস্থার কাজ সম্পূর্ণ হলে আগামী বর্ষাই জলমগ্ন হওয়া থেকে মুক্তি পেতে পারে শহরবাসীরা।