মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুরের দিদির বাজার, যার মাধ্যমে উপকৃত হবে শান্তিপুর বিধানসভা এলাকার বহু দুস্থ পরিবার। এর আগেও নদীয়া জেলার হরিণঘাটা থেকে শুরু হয় দিদির বাজার তারপর থেকেই নদীয়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
আজ একইভাবে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দিদির বাজারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নদীয়া জেলা রানাঘাট সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই, এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক এবং শহরের একাধিক তৃণমূল নেতৃত্ব। আজকের এই দিদির বাজারে প্রায় ১২ রকমের কাঁচা সবজির আয়োজন করা হয়, শান্তিপুরের বিভিন্ন এলাকার প্রায় ২০০জন দুস্থ পরিবার কে টকন এর মাধ্যমে দেয়া হয় বাজার।
এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তিরাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে এই দিদির বাজারের আয়োজন করা হয় যেখান থেকে উপকৃত হবে হাজার হাজার দুস্থ পরিবারের সাধারণ মানুষ। এর আগেও মা ক্যান্টিন এর মাধ্যমে দুস্থ পরিবারের মধ্যে এক বেলা রান্না করা খাবার তুলে দিয়েছে তৃণমূলের সৈনিকরা, এবার দিদির বাজারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের অভাব থেকে একটু হলেও স্বস্তি দিতে আবারও এক মহান উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস।