সোশ্যাল বার্তা: এবারের টোকিও অলিম্পিক এর টিকিট পেলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। তাই অবিভক্ত মেদিনীপুরের গর্ব প্রণতি নায়েকের পরিবারকে শুভেচ্ছা জানাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অন্তর্গত ৪ নম্বর করকাই গ্রামে পাড়ি দিলেন কোলাঘাটের ভূমিপুত্র ও কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক মহাশয়। সামাজিক কাজে অবিভক্ত মেদিনীপুর ,হাওড়া, হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান. তাই আজ দেশ ও রাজ্যের গর্ব প্রতি নায়েকের সাফল্যের কথা শুনে প্রণতি’র বাড়িতে গিয়ে বাবা-মা কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন এবং মিষ্টিমুখ করালেন সাথে সাথে প্রণতি নায়েক এর সাফল্য কামনা করেন।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করকাই ৪ নম্বর অঞ্চলের গ্রামবাসীসহ প্রণতি নায়েক এর পরিবারের লোকজন। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৪ নম্বর করকাই গ্রামের বাসিন্দাদের আশা পদক নিয়ে বাড়ি ফিরবেন প্রণতি।