নদীয়ায় বসবাসের ঘরের মধ্যে থেকে উদ্ধার গোসাপ

Social

মলয় দে, নদীয়া :- সময়ের সঙ্গে সঙ্গে অনেক জীবজন্তু বা পশুপাখি ধীরে ধীরে অমিল হয়ে যাচ্ছে। মঙ্গলবার নদীয়া জেলার শান্তিপুর শহরের তপন সরকারের বসবাসের ঘরের মধ্যে রাত ন’টা নাগাদ ঢুকে পরে আস্ত এক গোসাপ!

এই সাপ বিষধর না হলেও, বিরাট আকার আকৃতি জন্য পরিবারের সদস্য এবং প্রতিবেশিদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। বনদপ্তরে বিষয়টি জানালে, স্থানীয় পশুপাখি উদ্ধারকারী অনুপম সরকার এসে পৌঁছায় এবং সেটি বস্তাবন্দী করে নিয়ে যান বনদপ্তরের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে।

এই ব্যাপারে পরিবারে প্রধান জানান বাড়ির পেছনে একটি জঙ্গল থাকার কারণে সেখান থেকেই কোনভাবে হয়তো ঢুকে পড়েছিল এই সাপটি, তবে এখন অনেকটাই নিশ্চিন্ত, অন্যদিকে গোসাপটিকেও তার প্রকৃত বাসস্থান জঙ্গলে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাই বনদপ্তরকে ।

Leave a Reply