হাবড়া: হাবড়া ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় হাবড়া গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে এক মানবিক কর্মকাণ্ড এর প্রয়াস তুলে ধরা হল।উপস্থিত ছিলেন হাবড়া প্রশাসনের আধিকারিকরা।প্রায় পঞ্চাশ জন হাবড়া গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এই উদ্যোগে সামিল হন এই মহতী রক্ত দান শিবিরে।
অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে ডা: মিটন বিশ্বাস বলেন রক্ত বাজার থেকে কেনা যায় না,মানুষের শরীরে তৈরী হয়।বর্তমান সময়ে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে।তাই রক্তের সংকট মেটাতে এবং সাধারণ মানুষকে রক্ত দেবার কাজে উৎসাহ দিতে পেরে আমি নিজে রক্ত দান করে ভীষণ ভাবে আনন্দিত।সমাজের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ সকলে বছরে অন্তত দুইবার রক্তদান করুন।এতে বৃহওর সমাজের সকল মানুষ উপকৃত হবে।